রহমত নিউজ ডেস্ক 29 September, 2023 07:12 PM
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, দলীয় সরকারে অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো প্রমাণ বর্তমান সরকার দেখাতে পারেনি। দেশের মানুষ সহিষ্ণু রাজনীতি চায় না। সুতরাং সকল দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। ইসলামী ছাত্র মজলিস হলো নেতৃত্ব তৈরির কারখানা। ছাত্রমজলিসের প্রতিটি জনশক্তিকে খেলাফত প্রতিষ্ঠার জন্য যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস আহুত ৭ অক্টোবর বায়তুল মোকাররম উত্তর গেটের রাস্তায় মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসির প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
আজ (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ।
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে অন্যথায় দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে এবং সে আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে।
সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রশীদ মুশতাক ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়ার যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্মমহাসচিব ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন, যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশণা সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ, মুফতি আতাউল্লাহ হোসাইনী। বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন থেকে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মিলন আহমদ, ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুফতি আহমদ ইসলামাবাদী, বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক সেক্রেটারী জেনারেল মাওলানা উবায়দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা শরীফুজ্জামান জসিম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর, কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সী, ইসলামী ছাত্রমজলিস নরসিংদী জেলা সাবেক সভাপতি তারেকুল ইসলাম, নোয়াখালী জেলা সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দীন । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাম্মদ ফরিদ হোসাইন, সাকিব সাঈফী, নুরে আলম সিদ্দিকী প্রমুখ।